ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে বললেন জাকের আলী

২ সপ্তাহ আগে
সাগরিকা টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এই টেস্ট জিততে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে বললেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। চিন্তিত নন মুশফিকের অফফর্ম নিয়ে। অন্যদিকে, সিলেট থেকে চট্টগ্রামের কন্ডিশন আলাদা মানলেও জয় ছাড়া অন্য কোন কিছু ভাবছে না জিম্বাবুয়ে।

ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য নিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিল টাইগাররা। উল্টো হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। সিলেটে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় জিম্বাবুয়ে। 

 

সেই কারণে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্ত বাহিনী। প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। তাই সাগর পাড়ের স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নেমে তপ্ত রোদেও ছিল সবাই সিরিয়াস। যে কোন ভাবে বাঁচাতে হবে সিরিজকে। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। একইসাথে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। 

 

আরও পড়ুন: ফের শাস্তি পেলেন হৃদয়, নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ

 

সিলেটে টপ অর্ডার ব্যাটসম্যানরা পারেনি দলকে ভালো শুরু এনে দিতে। পেসাররা পারেননি কোনো ইনিংসেই দ্রুত উইকেট নিতে। তবে টপ অর্ডারের ভোগান্তিই এখন সবচেয়ে বেশি দৃশ্যমান। প্রায় তিন বছর ধরে উদ্বোধনী জুটিতে শতরান পায় না বাংলাদেশ। সবশেষ ১৩ ইনিংসে পঞ্চাশ রানের জুটিও গড়তে পারেননি ওপেনাররা। 

 

ঘুরে দাঁড়ানোর অভিযানে তাই টপ অর্ডার ব্যাটসম্যানদেরই বড় দায়িত্ব নিতে হবে বলে সংবাদ সম্মেলনে এসে উইকেটকিপার ও ব্যাটসম্যান জাকের আলী অনিক জানান, আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি। ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করছে দল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং মূল ফোকাস থাকবে বলে জানান তিনি। 

 

জিম্বাবুয়ের বিপক্ষে হার বিব্রতকর দেশের ক্রিকেটের জন্য। এর পেছনে ব্যাটিং ইউনিটের একতরফা ব্যর্থতা দেখছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ‘হার তো যেকোনো দলের বিপক্ষেই হতে পারে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকা উচিত, যার সাথেই খেলি। ব্যাটিং নিয়েই মূলত আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি এ কারণেই স্ট্রাগল করছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়। সবসময় তো বোলাররা জেতাবে না। বেশিরভাগ ম্যাচ বোলাররাই জেতায়।’ 

 

আরও পড়ুন: ফারুক আহমেদের আড়াইশ কোটি টাকা সরানো নিয়ে বিসিবির ব্যাখ্যা

 

সংবাদ সম্মেলনে মুশফিকের সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা নিয়েও উঠে কথা। তবে, মুশফিক সবসময় একাই রান করবেন এমনটা না। সবারই রান করতে হবে বলেও মন্তব্য করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

 

জাকের আরও বলেন, ‘আমরা যেহেতু ভুল করি, এজন্যই হারি। সাধারণ ব্যাপার। যেহেতু প্রথম টেস্টের ফলাফল আমাদের পক্ষে যায়নি, আমরা আমাদের প্রসেসেই আছি। ম্যাচের পর ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটায় সংগ্রাম করতে হয়েছে। ফোকাস থাকবে যেন ব্যাটিং ভালো হয়। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি।’ 

 

এদিকে, প্রথম টেস্টে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুয়ে দলও সেরে নিয়েছে অনুশীলন। সিলেটের থেকে চট্টগ্রামের কন্ডিশন ভিন্ন। চ্যালেজ্ঞ মেনে নিয়েই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না জিম্বাবুয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার ২৮এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন