‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে সুখবর দিলেন তৌসিফ মাহবুব

৩ সপ্তাহ আগে
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল চরিত্রের তৌসিফ মাহবুব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিরিজটির পরিচালক কাজল আরেফিন অমি।

এ প্রসঙ্গে তৌসিফ বলেন, যারা আমাকে খুঁজতো তাদের জন্য এটা চমক। যেখানে যেতাম সেখানেই জিজ্ঞাসা করতো আমি আবার কবে ব্যাক করবো? তাই আবার ফিরে এলাম।


ঈদে বাড়ি ফেরার আনন্দ যেমন ‘ব্যাচেলর পয়েন্টে’ ফেরত আসাটাও আমার কাছে তেমনই আনন্দের মতই লাগছে জানালেন অভিনেতা।

 

আরও পড়ুন: ভালোবাসা দুই সেকেন্ডেই ঘৃণায় রূপান্তর হয়, কেন বললেন অপূর্ব?


নাটকটির শুরু থেকেই সিজন ১, ২, ৩ এবং ৪ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি ও তার টিম। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজনগুলোর ব্যাপক সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফাইভ সিজন প্রচার হচ্ছে।


এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাই নামের চরিত্রগুলোর মতো নেহাল চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ সর্বদা তুঙ্গে। যেই নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এত দিন ব্যক্তিগত কিছু কারণে এ সিরিজ থেকে দূরে ছিলেন। তবে এ সিজনে আবারও দেখা যাবে তাকে।

 

আরও পড়ুন: নিশো-নাবিলার থ্রিলার সিরিজ ‘আকা’ মুক্তি

]]>
সম্পূর্ণ পড়ুন