ব্যাগ খুলতেই উড়ে যায় টাকা, ধরতে গিয়ে লঞ্চ থেকে পড়লেন নারী

৩ সপ্তাহ আগে
ব্যাগ খুলতেই হাওয়ায় উড়তে থাকে টাকা। আর সেই টাকা ধরতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান এক নারী।

তবে শেষ রক্ষা হয়েছে তার। নৌ পুলিশ আর জেলেদের তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই নারীকে। এমনই এক নাটকীয় ঘটনা ঘটে চাঁদপুরের মেঘনায়।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে রাজধানী ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা করে এমভি ঈগল-৩ নামে যাত্রীবাহী একটি লঞ্চ।

 

সেই লঞ্চের যাত্রী ছিলেন মাসুমা আক্তার (৪২) নামে এক নারী। লঞ্চটি যখন মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় পৌঁছে তিনি নদীতে পড়ে যান। পরে আশপাশের যাত্রীরা ৯৯৯ এ কল দেন।

 

আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশ সদস্যের সন্ধান মেলেনি ৬ দিনেও

 

তখন চাঁদপুর নৌ থানা থেকে স্পিডবোট নিয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

 

ঘটনা সম্পর্কে মাসুমা আক্তার নামে ওই জানান, তার হাতে থাকা ব্যাগ থেকে টাকা বের করার সময় এক হাজার টাকার একটি নোট হাওয়ায় উড়তে থাকে। আর তা ধরতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

 

আরও পড়ুন: ভিডিও ভাইরালের পর সেই নৌপুলিশ পরিদর্শক প্রত্যাহার

 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএমএস ইকবাল হোসেন জানান, নদীতে উদ্ধার করা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পরে স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের বারাকাত উল্লাহর স্ত্রী মাসুমা আক্তার। তার স্বামী এলাকার একটি মসজিদে ইমামতি করেন। তিনি জানান, পারিবারিক কাজে একাই যাত্রীবাহী লঞ্চে ঢাকায় যাচ্ছিলেন মাসুমা আক্তার।

 

]]>
সম্পূর্ণ পড়ুন