ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ও শৃঙ্খলা ফিরে আসছে: প্রধান উপদেষ্টা

৩ সপ্তাহ আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায় ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত চার মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

 

বিগত সরকারের আমলে দেশের ব্যাংক খাতে অনিয়মের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, 

অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায়। গত চার মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে।

 

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যতই দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে।

 

তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এখনো কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কথা স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’

 

আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব: পররাষ্ট্র উপদেষ্টা

 

পরিবহন খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি জানিয়ে তিনি বলেন, ‘এটা সম্ভব হলে আমরা আশা করি, জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আমরা আপনাদের কষ্টে সমব্যথী। তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন