ব্যবসায়ী সোহাগ হত্যা: দুই ভাই ৫ দিনের রিমান্ডে

২ সপ্তাহ আগে
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন।


যাদের রিমান্ডে নেয়া হয়েছে, তারা হলেন—রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী। দুজনই এই মামলার এজাহারনামীয় আসামি এবং আপন দুই ভাই।


এদিন তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

 

আরও পড়ুন: ঢাকায় সোহাগ হত্যা মামলার দুই আসামি নেত্রকোনায় গ্রেফতার
 

এর আগে রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজীব ও সজীবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গত বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী যুবদলের কর্মী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।


নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

]]>
সম্পূর্ণ পড়ুন