বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।
আরও পড়ুন: শোরুম ভাঙচুর: ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানাল বাটা
এসব ঘটনা সংক্রান্ত এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আর প্রধান উপদেষ্টার প্রেস উয়ং থেকে জানানো হয়, গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ চলাকালে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দশটি মামলা হয়েছে। আরও তদন্ত চলছে, এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশে হওয়া বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসি-তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
]]>