রোববার (১৬ নভেম্বর) রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রাজশাহী বিভাগ। তবে প্রথম ইনিংসে এ দিন খুব বেশি দূর এগোতে পারেনি তারা। ২৯৮ রানেই থেমেছে তাদের ইনিংস।
ঢাকা বিভাগের হয়ে ৫ উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম সিয়াম। ৩ উইকেট শিকার করেছেন সালাউদ্দিন শাকিল। ১টি করে উইকেট নিয়েছেন আনিসুল ইসলাম এবং মোহাম্মদ এনামুল হক।
জবাব দিতে নেমে ভালো শুরু পায়নি ঢাকা। দুই ওপেনার জয়রাজ শেখ এবং রনি তালুকদার ছিলেন ব্যর্থ। তিনে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকান আশিকুর রহমান শিবলী। ২০০ বলে ১১২ রান করে টিকে আছেন তিনি। আনিসুল ইসলাম ৯৭ রান করে বিদায় নিয়েছেন। দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে ঢাকা বিভাগ। শিবলীর সাথে ২৪ বলে ১২ রান করে অপরাজিত আছেন তাইবুর রহমান। এখনও ৪৬ রানে পিছিয়ে আছে ঢাকা। রাজশাহীর হয়ে ২ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম।
আরও পড়ুন: প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা নিয়ে রোমাঞ্চিত সাইফ
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২ উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রংপুর বিভাগ। প্রথম ইনিংসে ২০২ রান করে থেমেছে রংপুর, নিয়েছে ৬ রানের লিডও। ৫৩ বলে ৩৭ রান করেছেন নাসির হোসেন। এছাড়া ৮৩ বলে ৩৭ রান করেছেন মিম। বরিশালের হয়ে ইয়াসিন আরাফাত মিশু, তানভীর ইসলাম এবং রুয়েল মিয়াহ ৩টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৯০ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল। ৩১ বলে ২২ রান করে টিকে আছেন তাসামুল হক। রংপুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। মেহেদী হাসান নিয়েছেন ১ উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৮ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ময়মনসিংহ বিভাগ। প্রথম ইনিংসে বেশি দূর এগোতে পারেনি ময়মনসিংহ। ২৮৮ রানে থেমেছে তাদের ইনিংস। ৭১ বলে ৩৭ রান করে টিকে ছিলেন আরিফ আহমেদ। ৭৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন মারুফ মৃধা। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন ইফরান হোসাইন। ৩ উইকেট নিয়েছেন নাঈম হাসান।
আরও পড়ুন: ইডেন টেস্ট হেরে একাধিক লজ্জার নজির ভারতের
জবাব দিতে নেমে ২১০ রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। হাফ-সেঞ্চুরি করেছেন শাহাদাত হোসেন দিপু। ৮৭ বলে ৬৫ রানের ইনিংস খেলেন দিপু। ৭৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। ময়মনসিংহের হয়ে ৪টি করে উইকেট নেন শুভাগত হোম চৌধুরী এবং আরিফ আহমেদ।
৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ময়মনসিংহ। ৩০ রানে ঘরেই ফেরেন দুই ওপেনার। মাহফিজুল ইসলাম রবিন ৬৩ বলে করেছেন ৩৬ রান। নাঈম শেখ করেছেন ৭৫ বলে ৩৩ রান। ২ উইকেটে ৮২ রান নিয়ে দিন শেষ করেছে ময়মনসিংহ। চট্টগ্রামের হয়ে ২ উইকেট নিয়েছেন আশরাফুল হাসান।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·