বোরকা পরে দুই সন্তানকে নিয়ে কোথায় গেলেন পরীমণি?

১ সপ্তাহে আগে
পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন চিত্রনায়িকা পরীমণি। প্রাণখোলা হাসিই বলে দেয় সন্তানদের নিয়ে দারুণ সময়ের অনুভূতি।

বুধবার (১ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে পরীমণি জানান, তিনি তার দুই সন্তান ছেলে পুণ্য ও কন্যা সাফিরা সুলতানা প্রিয়ম-কে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। এই পুরো অভিজ্ঞতাকে তিনি মজার ছলে তুলনা করেছেন এক ‘ছোটখাটো যুদ্ধের’ সঙ্গে।

 

আরও পড়ুন: পরিবারের সবাইকে ভালোবাসি: জয়


পোস্টে তিনি লেখেন, “আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন, কী করে!”

 

আরও পড়ুন: মা সবসময় তোমার পাশে আছে: অপু বিশ্বাস


সঙ্গে পরীমণি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি বোরকা পরে সন্তানদের নিয়ে গাড়িতে চড়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাসপাতালের ভেতর ও বাইরে সন্তানের সঙ্গে তার খুনসুটি আর আদর-ভরা মুহূর্তগুলোও ধরা পড়ে ক্যামেরায়। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন