বোনাস বাঁচাতে লেভাকে গোল করতে মানা করেছিলো বার্সেলোনা

৬ দিন আগে
২০২২ সালে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেন রবার্ট লেভানডোভস্কি। এরপর থেকে নিয়মিত গোল করে যাচ্ছেন পোলিশ এই স্ট্রাইকার। তবে দলের মূল স্ট্রাইকারকে একটা সময় গোল করতে মানা করেছিলো বার্সেলোনা। এমন এক ঘটনা পোলিশ লেখক সেবাস্তিয়ান স্টাসজেউস্কি তার বই ‘দি রিয়েল লেভানদোভস্কি’তে বর্ণনা করেছেন।

বার্সেলোনায় যোগ দেয়ার প্রথম মৌসুমেই ঘটে এমন ঘটনা। মৌসুমের প্রায় শেষ দিকের কথা। লা লিগা জয় তখন নিশ্চিত কাতালান ক্লাবটির। ওই মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও বাকিদের ধরাছোঁয়ার বাইরে ক্লাবটির ফরোয়ার্ড লেভানডোভস্কি। আর ঠিক এমন সময় নাকি পোলিশ তারকাকে গোল করতে নিষেধ করে বার্সেলোনা।


লেভানডোভস্কিকে নেয়া স্টাসজেউস্কির লেখা বইয়ের তথ্য অনুযায়ী, লিগের শেষ দুই রাউন্ডের আগে বার্সেলোনার একজন বোর্ড সদস্য লেভানডোভস্কিকে বলেন, 'রবার্ট, আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো।'


আরও পড়ুন: আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি 


অদ্ভূত এই অনুরোধের পেছনের কারণও আছে। শেষ দুই ম্যাচের আগে ২৩ গোল করেছিলেন লেভানডোভস্কি। লিগে তার ২৫ গোল হয়ে গেলে বায়ার্নের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী তাদেরকে আরও ২৫ লাখ ইউরো দিতে হতো বার্সেলোনার।


ফুটবল সাংবাদিক গিইয়েম বালাগও সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবাক করার খবরটি জানিয়েছেন, সঙ্গে ব্যাখ্যা করেছেন কারণটি।


বার্সেলোনা সেই সময় আর্থিকভাবে খুবই বাজে অবস্থায় ছিল। যার কারণে তার আগের মৌসুমে মেসিকেও ছেড়ে দিতে হয় তাদের। যা ছিল তাদের ইচ্ছার বিরুদ্ধে।  

]]>
সম্পূর্ণ পড়ুন