শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে হত্যার আলমত সংগ্রহ করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক ও তার মা হুসনে আরা কে কুলিয়ারচর থানার ছয়সূতি এলাকা থেকে আটক করে।
নিহত রাকিব একই এলাকার সামছুউদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে ফারুক তার ৫ বছরের সন্তানকে প্রাইভেট না যাত্তয়ায় বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় ফারুকের স্ত্রী নাভিলা সন্তানকে মারের হাত থেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে ফারুক। এতে করে নাভিলা রাগ করে এক আত্মীয়ে বাড়িতে চলে যায়।
আরও পড়ুন: ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
বিষয়টি জানতে পেরে ফারুকের বড় শ্যালক জিসান প্রতিবাদ জানিয়ে ফারুককে গালাগালি করতে। তাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক দেশিয় অস্ত্র নিয়ে জিসানকে আঘাত করে।
এই সময় রাকিব ঘটনাস্থলে আসতেই ফারুক তাকে শাবলের আঘাত করলে তিনি (রাকিব) মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জিসানকে ভর্তি করা হলেও রাকিবের অবস্থা আশঙ্কা জনক হত্তয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার (১০ মে) সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: আইনজীবী সাইফুল হত্যা: প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেফতার
ভৈরব থানার উপপরিদর্শক আবুতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছি, পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক ও তার মা হুসনে আরাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
]]>