চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানে দেখা যাচ্ছে, তৈ তৈ তৈ তৈ তৈ...আমার বৈয়াম পাখি কই? গানের সঙ্গে সুর মিলেয়েছেন সংগীতশিল্পী জেফার।
আগের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। এবারও ‘বৈয়াম পাখি ২’-তে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে নতুন আঙ্গিকে ‘বৈয়াম পাখি ২’-তে নাসিরের সঙ্গে গান গেয়েছেন জেফারও।
খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। প্রকাশের পরই গানটি জনপ্রিয়তা পায় দর্শকমহলে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত
দর্শক জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছায় সিরিজটিও। তাই এর দ্বিতীয় সিক্যুয়াল আসছে ঈদুল ফিতরেই। এবারের সিরিজে শুধু গান নয়, অভিনয়েও দেখা মিলবে জেফারের।
আরও পড়ুন: ১১ এপ্রিল পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরার মতো তারকারা।
]]>