শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের কবি জসিম উদ্দিন হলরুমে সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।
সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার নন এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবর মাসের বিল নিয়ে জরুরি নির্দেশনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।
এ সময় তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছে। প্রেসক্লাব থেকে পিটিয়ে রাতের আঁধারে বের করে দেয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর নানা দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুকভরে অপেক্ষা করলেও সেই দাবিগুলো পূরণ হয়নি।’
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
তিনি আরও বলেন, ‘আমাদের প্রবীণ শিক্ষকরা যারা ছিলেন আমাদের উত্তরাধিকার তাদেরও বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আজ আমরা জেগে উঠেছি। আমাদের আর দমিয়ে রাখা যাবে না। আমাদের ন্যায্য অধিকার দিতে হবে দিতেই হবে।’
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন: যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মো. শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ, মো. হাবিবুল্লাহ রাজু সহ অনেকে। সম্মেলন শেষে সালথা উপজেলার ইউসুফ দিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছায়েম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·