মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুতের একটি ভবনে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর একজন সদস্য সেই ভবনে ছিলেন। তাদের দাবি, এই সদস্য ইসরাইলে হামলা চালাতে হামাসকে সাহায্য করছিল।
আরও পড়ুন:ইসরাইলের হামলায় ৪৮ ঘণ্টায় নিহত অন্তত ৮০ ফিলিস্তিনি
সেনাবাহিনী এক বিবৃতিতে আরও জানায়, ‘হামলাটি হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে করা হয়েছিল। যিনি সম্প্রতি হামাস কর্মীদের হামলার নির্দেশ দিয়েছিলেন এবং ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ এবং ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনায় তাদের সহায়তা করেছিলেন।’
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয় বলেও জানায় তারা।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এক বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটায় লেবাননে। যুদ্ধবিরতি অনুযায়ী দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্রমুক্ত করার কথা বলা হয়।
এছাড়া ওই অঞ্চলে লেবাননের সেনা মোতায়েন করার এবং ইসরাইলি স্থল সেনাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়। কিন্তু উভয়পক্ষই একে অপরকে সেই শর্তগুলো পুরোপুরি পালন না করার অভিযোগ করে।
আরও পড়ুন:ট্রাম্পের বোমা হামলার হুমকি, জবাবে ইরান বললো ‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত’
এর আগে ২৮ মার্চ সেখানকার আরেকটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইল। যে ভবনটি হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র বলে দাবি করা হয়েছিল। তবে সেই দাবি প্রমাণিত হয়নি।