বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে বিশ্ব রেকর্ড গড়া তরুণ

১০ ঘন্টা আগে
আগামী মাসে বাংলাদেশে এসে ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দল তিন ওয়ানডে ও ‍দুটি চারদিনের ম্যাচের একটি সিরিজ খেলবে। ওই সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ দল ঘোষণা করলো।

নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্ব রেকর্ডধারী মুহাম্মদ আব্বাস। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন এই ২১ বছর বয়সি। ২৪ বলে হাফসেঞ্চুরি করে তিনি কেড়ে নেন ক্রুনাল পান্ডিয়া ও আলিক আথানাজের ২৬ বলের যৌথ রেকর্ড।


সাদা বলে নিক কেলি ও লাল বলের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে জো কার্টার নেতৃত্ব দেবেন।


১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিলেটে ৫ মে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ৭ ও ১০ মে। ১৪ মে প্রথম চারদিনের ম্যাচটিও সিলেটেই শুরু হবে, ২১ মে পরেরটি মিরপুরে। নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ ছাড়বে ২৫ মে।


আরও পড়ুন: মোস্তাফিজ-শরিফুলদের নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা


এই সিরিজের জন্য বাংলাদেশ শনিবার দল ঘোষণা করে।


নিউজিল্যান্ড ‘এ’ দল

মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়লে, জো কার্টার (লাল বলে অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জাকারি ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিপি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়দেন লিনক্স, বেন লিস্টার, রাইস মারিও ও ডেল ফিলিপস।

]]>
সম্পূর্ণ পড়ুন