সোমবার (৫ মে) বিকেলে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে আমাদের বাংলাদেশি বহুলোক কাজ করে। আরব দেশের পর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে লোক বেশি। আজকে আমরা আলাপ করেছি, আমাদের মধ্যে সহযোগিতা আরো কীভাবে বাড়ানো যায়। ইতালিতে যারা কাজ করছে তারা যেন বৈধপথে সেখানে যায় সে বিষয়েও কথা হয়েছে। যারাই ইতালিতে যাবেন, তারা যেন লিগ্যাল ভিসা নিয়ে ইতালিতে যান, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে কথাই বলেছেন।
তিনি আরও বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুবই পরিশ্রমী। তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে আরও বেশি লোক নিতে আগ্রহী। বাঙালি শ্রমিকরা ইতালির অর্থনীতিতে অবদান রাখছে বলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমরা দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানিয়েছি।
আরও পড়ুন: ইতালির শ্রমবাজার নিয়ে সুখবর
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা কিছু বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলেছি, বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বাড়নোর বিষয়ে তারা একমত হয়েছেন। এক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে।
]]>