‘বেসুরা’য় অভিষেকের সুর

৩ সপ্তাহ আগে
সম-সাময়িক সঙ্গীত জগতে একজন প্রতিভাবান সুরকার অভিষেক ভট্টাচার্য্য, যিনি তার ব্যতিক্রমী সুর এবং সৃজনীশিল্পের জন্য বিশেষভাবে পরিচিত। সম্প্রতি নুহাশ হুমায়ুনের পরিচালনায় চরকির সিরিজ ২ষ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক সৃষ্টির দায়িত্ব পালন করেছেন তিনি, যা দর্শক-শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে।

ওয়াক্ত, ভাগ্য ভালো, অন্তরার পর বেসুরা দিয়ে শেষ হলো ২ষ। ভয় এবং সাসপেন্সের মিশেলে তৈরি সাইকোলজিক্যাল হরর জনরার এই গল্পগুলোতে অভিষেকের সুর যেন প্রতিটি মুহূর্তকে আরও জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলেছে।

 

অভিষেক ভট্টাচার্য্য বলেন, আমি সবসময় গল্পের চরিত্র আর সিকুয়েন্সের গভীরে ডুব দিয়ে কাজ করার চেষ্টা করি। এই কাজটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি শুধুমাত্র সংগীত নয়, বরং গল্পের অংশ হয়ে ওঠার সুযোগ দিয়েছে।

 

আরও পড়ুন: কোক স্টুডিও বাংলার সেই মিতুর কণ্ঠে এলো নতুন গান

 

তিনি আরো জানান, গল্পের  আবেগকে আরও তীব্র করে তোলার জন্য তিনি শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক প্রযুক্তির একটি মিশ্রণ ঘটিয়েছেন। হারমোনিয়ামের সুরে করা ষ এর থিম মিউজিক এইখানে সৃষ্টি করেছে এক অদ্ভুত ঘোর।

 

ইন্ডাস্ট্রির নামীদামিরা এরইমধ্যে অভিষেকের কাজের প্রশংসা করেছেন এবং মনে করছেন এটি তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে।

 

আরও পড়ুন: লালন মাহমুদের নতুন গান ‘ঠিকানা’

 

‘ষ’-র প্রথম সিজন দিয়ে প্রথম কাজের শুরু এরপর নুহাশ হুমায়ুনের ‘ফরেইনার্স অনলি’, সালজার রহমানের ‘কালপুরুষ’; এরপর ২ষ খ্যাত এই শিল্পী সিরিজের বাইরেও কাজ করেছেন বিজ্ঞাপন নিয়ে। ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে ইউনিলিভার, ইউএনডিপি, ক্লোজআপ কাছে আসার গল্প সহ বেশ কিছু নামকরা কাজ।

 

 ‘বেসুরা’র পোস্টার। ছবি: সংগৃহীত

 

প্রসঙ্গত,  আজ ৯ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ষ’-র শেষ পর্ব ‘বেসুরা’। যেটির সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন অভিষেক ভট্টাচার্য্য। 

]]>
সম্পূর্ণ পড়ুন