রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএ।
নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না – শূন্য!’
তিনি আরও বলেন,
আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি যে সময় শেষ হওয়ার আগেই তারা যেন একটি চুক্তি করে।
মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন ট্রাম্প। ওই অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার কয়েক ডজন নিরাপত্তা সদস্য নিহত হন বলে জানা যায়।
আরও পড়ুন: ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি
এর আগে, একইদিনে (রোববার, ১১ জানুয়ারি) ট্রাম্প একটি পোস্ট পুনরায় শেয়ার করেন, যেখানে ইঙ্গিত দেয়া হয় যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন।
ওই পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, ‘আমার কাছে এটি ভালোই শোনাচ্ছে!’
এর কিছুক্ষণ পর দেয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থের ওপর নির্ভর করে বেঁচে আছে। এর বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিত। কিন্তু এখন আর নয়!’
তিনি আরও দাবি করেন, ‘গত সপ্তাহের মার্কিন হামলায় ওই কিউবানদের বেশিরভাগই নিহত হয়েছে, আর ভেনেজুয়েলার সেই সব গুন্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে সুরক্ষা নেয়ার প্রয়োজন নেই, যারা এত বছর দেশটিকে জিম্মি করে রেখেছিল।’
আরও পড়ুন: ‘আমার আন্তর্জাতিক আইন লাগে না’, যে প্রসঙ্গে বললেন ট্রাম্প
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ২০০০ সালের পর থেকে ভেনেজুয়েলার তেলের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ে।
সূত্র: সিএনএ
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·