বুধবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায়, যার ফলে বগির যাত্রীরা আহত হন।
আরও পড়ুন:হংকংয়ে সুপার টাইফুন রাগাসার আঘাত, তাইওয়ানে ১৪ জনের মৃত্যু
১০ ঘণ্টার মধ্যে এই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণ। ভোরে, বেলুচিস্তানকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্তকারী প্রধান রেলপথের কাছে একটি বিস্ফোরণ ঘটে, ঠিক যখন পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এদিকে, ট্রেনটি কিছুক্ষণের জন্য থামানো হয়েছিল কিন্তু নিরাপত্তা ছাড়পত্রের পরে ট্রেনটি চলতে দেয়া হয়েছিল, কারণ ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানান, কোয়েটাগামী ট্রেনটি স্পাইজেন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়।
পাকিস্তান রেলওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেন, বিস্ফোরণের পর জাফর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং এর মধ্যে একটি উল্টে যায়।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করে।
এদিকে, রেল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিস্ফোরণের সময় ট্রেনটিতে ২৭০ জন যাত্রী ছিলেন। তারা জানিয়েছেন, বুধবার নিরাপত্তা ছাড়পত্রের পর ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে, এই সময় ট্রেন চলাচল স্থগিত থাকবে।
আরও পড়ুন:খাইবার পাখতুনখোয়ায় ৮টি বোমা ফেলল পাকিস্তানি বিমান বাহিনী, নিহত ৩০
]]>