বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে জেলার ওপর দিয়ে টানা দুদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। এতে দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহনগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘দুদিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।’