বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাষষ্ঠী

৪ দিন আগে
বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হল শ্রী শ্রী দুর্গাষষ্ঠীর। এর মধ্য দিয়েই মূলত শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গামণ্ডপের সামনে থাকা বেলতলায় শুরু হয় কল্পরাম্ভ বিহিত পূজা।


এ সময় বাজতে থাকে ঘণ্টা, কাঁসর, শঙ্খ, ঢাক ও ঢোলের বাদ্য। উলুধ্বনিতেও মুখর হয়ে ওঠে পুরো বেলতলা। এ সময় চোখ বন্ধ করে প্রার্থনা করেন অনেকেই। সকালে খুলে দেয়া হয় মন্দির প্রাঙ্গণ। যদিও তারও আগে থেকেই পূজামণ্ডপে আসতে থাকেন ভক্ত ও দর্শনার্থীরা।


আরও পড়ুন: পঞ্চগড়ে দুর্গাপূজা ঘিরে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে রয়েছে সাইবার টিম


এদিকে, পূজাকে কেন্দ্র করে জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

]]>
সম্পূর্ণ পড়ুন