নিহত বিধান কুমার রায় (১৭) উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের ছেলে ও সুদেব রায় ওরফে রাজারাম একই গ্রামের বাদল রায়ের ছেলে।
আহতরা হলেন: উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯), মহেশপুরের আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮)।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত
প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের ফারুক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত ও চারজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় তাবলীগ জামায়াতের ২ সদস্য নিহত
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হতাহত যুবকদের মোটরসাইকেলের বেপরোয়াগতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।