বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

২২ ঘন্টা আগে
যশোরের বেনাপোল সীমান্তে পুটখালী থেকে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বুধবার (৮ অক্টোবর) পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক মনিরুজ্জামান বেনাপোট থানাধীন পুটখালী গ্রামের কাদের সরদারের ছেলে।


উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।


খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী  উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করে। 

আরও পড়ুন: ঝিনাইদহে ৩ কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মামুন জানান, আটক স্বর্ণ পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন