বুধবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের ২২ নম্বর গুদাম এলাকার পিছনের একটি বাঁশবাগান থেকে নবজাতকটি উদ্ধার করেন ওই গ্রামের ছিদ্দিকের স্ত্রী নুরজাহান বেগম। বর্তমানে নবজাতকটি তার হেফাজতে আছে।
নুরজাহান বেগম জানান, গভীর রাতে বাড়ির পাশে বাঁশবাগান থেকে বিড়ালের মতো শব্দ শুনতে পান তিনি। ভোরে সেখানে গিয়ে দেখতে পান, একজন মানসিক ভারসাম্যহীন নারী রক্তাক্ত অবস্থায় সদ্যপ্রসূত নবজাতককে ফেলে রেখে যাচ্ছেন। গ্রামবাসী এগিয়ে গেলে ওই নারী পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নুরজাহান বেগম জানান, তারা শিশুটিকে লালন-পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: নিখোঁজের ১২ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন শান্তনা
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান। তিনি বলেন, ‘উদ্ধারকারী পরিবারটি শিশুটিকে মানুষ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চিকিৎসা পরামর্শ ও আর্থিক সহযোগিতা দিয়েছি। আপাতত শিশুটি তাদের হেফাজতে আছে। শিশুটির মাকে খোঁজার চেষ্টা চলছে।’
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সাহা বলেন, ‘উদ্ধারকারী পরিবার বিষয়টি আমাদের অবগত করেছে। শিশুটি বর্তমানে নিরাপদ আছে।’
এদিকে নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নুরজাহানের বাড়িতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। মানবিক এই উদ্যোগে অনেকেই প্রশংসা করেন, একইসঙ্গে মানসিক ভারসাম্যহীন নারীর এমন আচরণে দুঃখ প্রকাশ করেন সচেতন মহল।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·