রিপন সরকার বগুড়া সদর থানার দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট জমা দিলে ব্লাকলিস্টে তিনি গ্রেফতার হন। গ্রেফতার রিপন বগুড়া সদরের ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানায়, রিপন সরকারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বরে বিস্ফোরক দ্রব্য আইনে ও মামলা রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
আরও পড়ুন: এক বছর ধরে অচল কেমিকেল ল্যাবের মেশিন, বেনাপোলে ব্যাহত পণ্য খালাস
ইমিগ্রেশন তথ্য বলছে, এর আগে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন ভবন থেকে ১৫ জন আ.লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যারা ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়েছিল।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ মুন্সী জানান, গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক পবিত্র বিশ্বাস জানান, আসামির বিরুদ্ধে যে থানায় মামলা হয়েছিল সে থানায় সোপর্দ করা হবে।