২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ স্টার ৫ পয়েন্টে হারিয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে। ৫৬ পয়েন্ট পেয়েছেন তিনি। ৫১ পয়েন্ট নিয়ে রানার্সআপ সালিবা। রিয়াল মাদ্রিদ তারকা এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে ফ্রান্সের বর্ষসেরা হয়েছিলেন।
এএস জানিয়েছে, সেরা হলেও এমবাপ্পে ভোট পাননি করিম বেনজেমা ও এনগোলো কান্তের। আল ইত্তিহাদ তারকা হিসেবে বেছে নিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্রাডলে বারকোলা ও জাইরে এমেরিকে। অন্যদিকে কান্তে ভোট দেন উইলিয়াম সালিবা, জুলস কুন্দে ও কামাভিঙ্গাকে।
আরও পড়ুন: জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার
বেনজেমা, কান্তে ও এমবাপ্পে একসঙ্গে জাতীয় দলের জার্সি ভাগাভাগি করেছেন দীর্ঘদিন। অনেকটা সময় ভালো বন্ধুও ছিলেন তারা। কান্তে-এমবাপ্পে জুটি রাশিয়া বিশ্বকাপ জিতে। ওই বিশ্বকাপের দলে ছিলেন না বেনজেমা, ২০২২ সালের আসরে দেশমের স্কোয়াডে ছিলেন তিনি। তখন বেনজেমা জুটি গড়েন এমবাপ্পের সঙ্গে। ওই আসরে রানার্সআপ হয় দুই বারের বিশ্বকাপ জয়ীরা।
বর্ষসেরার ভোটিংয়ে এমবাপ্পের ভোট গেছে সালিবা ও ক্লাব সতীর্থ কামাভিঙ্গা-চুয়ামেনির ঝুরিতে।