বেতন দিচ্ছে না কারখানা মালিক, শ্রমিকদের অবরোধে মহাসড়কে যানজট

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। কাজে যোগ না দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা।

পুলিশ জানায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারি মিলে এক হাজার ৩৫৭ জন কর্মরত রয়েছেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া থাকায় সেই বেতনের দাবিতে বিকেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করলেও অবরোধ প্রত্যাহার করেননি শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

 

আরও পড়ুন: জয়পুরহাটে গ্রাফিতিতে জয় বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ

 

ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন