বেগম জিয়ার মৃত্যুতে শেহবাজ শরিফের শোকবার্তা

২ সপ্তাহ আগে
বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকবার্তায় তিনি লেখেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। 

 

আরও পড়ুন:যে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া

 

পাক প্রধানমন্ত্রী আরও লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। 

 

এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

 

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন