মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশক পর আজ সকাল সাড়ে ৮টা থেকে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট দেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভিড় করেন। ক্যাম্পাসজুড়ে যখন ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম-জোটসহ বিভিন্ন ছাত্রসংগঠনের অংশগ্রহণে উৎসবের আমেজ বিরাজ করছিল, ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: জকসু নির্বাচন পিছিয়েছে, নতুন তফসিল ঘোষণা
তাৎক্ষণিকভাবে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে।
উল্লেখ্য, এবারের জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল, যা বিকেল ৩টা পর্যন্ত চলার কথা। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে আকস্মিক এই বিয়োগান্তক ঘটনায় নির্বাচন প্রক্রিয়া সাময়িকভাবে থমকে গেল।
]]>
২ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·