অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত ‘পোস্টাল ব্যালট’ পদ্ধতিতে ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় প্রবাসীদের পাশে আছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা দেশের বাইরে থেকেই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের এই প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করতে সভার একটি বড় অংশজুড়ে ছিল পোস্টাল ব্যালট ব্যবহারের নিয়মাবলি ও কারিগরি কলাকৌশল সংক্রান্ত আলোচনা।
বক্তারা আশা প্রকাশ করেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রবাসীরা তাদের কর্মব্যস্ততার মাঝে এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া
নেতৃবৃন্দরা অভিমত ব্যক্ত করে বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে এবং যোগ্য নেতৃত্বের হাতে দেশ নিরাপদ হবে।
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·