বেগম খালেদা জিয়ার মৃত্যু সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি : প্রিন্স

১ সপ্তাহে আগে
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এ দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী, যিনি স্বৈরাচার, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছেন।

তিনি আরও বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর, সীমাহীন নির্যাতন-কিছুই তাকে আদর্শচ্যুত ও জনগণ থেকে বিচ্যুত করতে পারেনি। আপস না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়, তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ময়মনসিংহের ধোবাউড়ার ধাইরপাড়া গরু হাট মাঠে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোবাউড়ায় শোক মিছিলের আগে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব।

আরও পড়ুন: খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী: প্রিন্স

আবেগাপ্লুত কণ্ঠে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ আমরা গণতন্ত্রের  মাকে হারিয়েছি, আমি দ্বিতীয়বার মাতৃহারা হলাম, জাতি অভিভাবককে হারিয়েছে। কিন্তু তার আদর্শ হারায়নি। বেগম খালেদা জিয়ার শ্রম  ও ঘামের বিনিময়ে গড়ে ওঠা বিএনপি কখনোও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না । তাঁর দেখানো পথেই আমরা জনগণের সাথে  থাকবো, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব।’


প্রিন্স বলেন, ‘এই শোকের দিনে শোককে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে হবে।’


ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন ,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল হালিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাস উদ্দিন, ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আহসান, ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর ও জাকিরুল ইসলাম টোটন, ধোবাউড়া বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, আলেম সমাজের পক্ষ থেকে মওলানা তাজুল ইসলাম, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সম্মিলিত সামাজিক সংগঠণের সভাপতি আনিসুর রহমান সোহাগ, গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে মাওলানা জালাল উদ্দিন, সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে সুচরিতা মানখিন, ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি সবিতা তাগিদি।

আরও পড়ুন: সাংবাদিকরা কারও রাখাল নয়, তারা সত্যের পাহারাদার: প্রিন্স

শোকসভা শেষে বিশাল একটি শোক মিছিল ধোবাউড়া বাজার ব্রীজ, ধান মহাল, সোনালী ব্যাংক মোড়, বাজার, শহীদ মিনার, উপজেলা মোড়, হাসপাতাল মোড়, আদর্শ ডিগ্রি কলেজ, থানা রোড হয়ে বাজার বীজে এসে শেষ হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম, ওলামা, সাংবাদিক, ব্যবসায়ী, কর্মজীবী ,সাংস্কৃতিক কর্মী, গারো, হাজং, হিন্দু, শ্রমিক, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ কালো পতাকা নিয়ে যোগ দেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন