বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিকেল ব্যবহারের প্রমাণ মেলে। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
আরও পড়ুন: রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়। এ সময় ব্যবসা পরিচালনায় অসদুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।