জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বখ্যাত এই তবলাবাদক। খবর এনডিটিভি’র।
জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমার ভাই এই মুহূর্তে গুরুতর অসুস্থ। আমরা ভারতে এবং সারা বিশ্বে তার সমস্ত ভক্তদের কাছে তার (জাকির হোসেন) জন্য, তার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।’
তিনি আরও বলেন,
আমি সব মিডিয়াকে অনুরোধ করতে চাই, জাকিরের মৃত্যু নিয়ে ভুল তথ্য দেবেন না। তিনি এখনও আমাদের সঙ্গে আছেন। এখনও চলে যাননি। তাই আমি মিডিয়াকে অনুরোধ করব, তিনি মারা গেছেন লিখে গুজব ছড়াবেন না। ফেসবুকে এসব তথ্য দেখে আমার খুব খারাপ লাগছে।
আরও পড়ুন: শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
জাকির হোসেনের বন্ধু এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াও সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি (জাকির) অসুস্থ এবং এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছেন। তবে তারা সবাই পরিস্থিতি নিয়ে চিন্তিত।
এদিকে জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন। যদিও তখন জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ছিল না।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জাকির হোসেনের মৃত্যুর খবরের বিষয়ে এক্সে পোস্ট দিয়েছিল। তবে পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়।
সূত্র: এনডিটিভি
]]>