১৭ বছর ৯ মাস ২৩ দিন বয়সে মাস্তানতুয়োনোর আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়। তাকে দেশটির গত এক দশকের সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে, দেওয়া হচ্ছে বিস্ময়বালকের তকমাও। তার ওপর নজর ছিল ইউরোপের বড় বড় কয়েকটি ক্লাবের, সবাইকে টেক্কা দিয়ে রিভার প্লেট থেকে এই প্রতিভাকে ১৩ জুন দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।
৬ বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছিল রিয়াল। তার পেছনে খরচ হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। রিয়ালের সঙ্গে চুক্তি করার সময় মাস্তাতুয়োনোর বয়স ছিল ১৭ বছর ১০ মাস। তাই তাকে স্পেনে আনার অনুমতি ছিল না লস ব্লাঙ্কোসদের, বৃহস্পতিবার (১৪ জুন) বয়স ১৮ পূর্ণ হওয়ায় আর কোনো বাধা রইল না। মাস্তানতুয়োনো এরইমধ্যে স্পেনে পা-ও রেখেছেন।
আরও পড়ুন: মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন করতে চায় লা লিগা কর্তৃপক্ষ, আপত্তি রিয়ালের
বৃহস্পতিবার মাস্তানতুয়োনোকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল ৪টায়। পরিচয়পর্বের আগে চুক্তিপত্রের বাকি আনুষ্ঠানিকতা সারা হবে। শেষে মাস্তানতুয়োনো সমর্থকদের উদ্দেশে কিছু বলবেনও। রিয়াল এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
রাইট উইঙ্গার মাস্তানতুয়োনো রিভার প্লেটের সিনিয়র দলে দুই মৌসুম খেলেছেন। ৬৪ ম্যাচ খেলে ১০ গোলের পাশাপাশি ৭ গোলে সহায়তাও করেছেন তিনি। জিতেছেন সুপারকোপা আর্জেন্টিনার শিরোপা।