বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এভারগ্রীন কারখানা প্রাঙ্গণে শ্রমিকদের সমস্যা নিরসনে বেপজা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, আন্দোলনরত শ্রমিক নেতা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে ইপিজেডের সব প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে এভারগ্রীন কারখানা খুলবে শনিবার থেকে।’
আরও পড়ুন: নীলফামারী ইপিজেডের সব কারখানা বন্ধ
তিনি আরও জানান, শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য লিখিত চুক্তি করা।
এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
]]>