বৃষ্টির কারণে কাটা হয়েছে মাত্র ১০ ওভার। অর্থাৎ, হার এড়াতে হলে আরও ৮০ ওভার ক্রিজে টিকে থাকতে হবে ইংলিশ ব্যাটারদের। জয়ের লক্ষ্য বলতে প্রায় অসস্ভব। জয় পেতে হলে গোটা দিনে ইংলিশদের করতে হবে পাঁচশ’র-ও বেশি রান। অন্যদিকে টপ-অর্ডারের ৫ ব্যাটারই সাজঘরে।
আরও পড়ুন: দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব
ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়সম জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ইংলিশরা। ওলি পোপ ২৪ আর হ্যারি ব্রুক ১৫ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন।
জ্যাক ক্রাউলি ফিরেছেন শূন্য রানে। বেন ডাকেটও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে করেছেন ২৫ রান। রুট আউট হয়েছেন ১৬ বলে ৬ রান করে। ওলি পোপ ফিরেছেন ৫০ বল খেলে ২৪ রান করে। আর হ্যারি ব্রুক ফিরেছেন ৩১ বলে ২৩ রান করে।
আরও পড়ুন: গাভাস্কারের ৫৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন গিল
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৫ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই হারের শঙ্কা চেপে ধরে স্বাগতিকদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাট করছেন বেন স্টোকস ও জেমি স্মিথ।