বৃষ্টির কারণে পয়েন্ট খুইয়েও সেরা চারে পাঞ্জাব, কলকাতার দুর্দশা চলছেই

২ সপ্তাহ আগে
কলকাতা নাইট রাইডার্সের জন্য শিরোপা ধরে রাখার পথটা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। জয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠা নাইটরা এবার তো লড়াইয়ের সুযোগটাও পেলো না। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটা যে বৃষ্টিতে ভেসে গেছে। বড় স্কোর করেও পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় পাঞ্জাবও হয়ত অসুখীই হয়েছে। তবে তারা অন্তত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।


এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে গেছে পাঞ্জাব। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে কলকাতা।


ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামা পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরান সিং। ১২ ওভার পূর্ণ হওয়ার আগেই ১২০ রান আসে এই জুটিতে।


আরও পড়ুন: একের পর এক হারে সতীর্থদের দিকে আঙুল তুললেন ধোনি


প্রিয়াংশকে আউট করে এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। মাত্র ৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন এই বাঁহাতি।


অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ঝড় অব্যাহত রাখেন প্রভসিমরান। ১৫তম ওভারের তৃতীয় বলে আউট হন তিনি, পাঞ্জাবের রান তখন ১৬০। বৈভব অরোরার বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৬টি করে চার-ছক্কায় ৮৩ রান করেন প্রভসিমরান।


 

পাঞ্জাবের ব্যাটারদের কাছে পাত্তাই পায়নি কলকাতার বোলাররা। ছবি: বিসিসিআই 


এই ম্যাচে দলে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল ফের ব্যর্থ হয়েছেন। ৮ বলে ৭ রান করে বরুণ চক্রবর্তীর শিকারে পরিণত হন তিনি। মার্কো ইয়ানসেনও ৩ রান করে অরোরার শিকারে পরিণত হন।


আরও পড়ুন: ঘরের মাঠে হায়দারাবাদের কাছে প্রথম হার চেন্নাইয়ের


শেষ ৯ বলে শ্রেয়াস ও জশ ইংলিস ১৭ রান যোগ করেন। আইয়ার ১৬ বলে ১টি করে চার-ছক্কায় ২৫ এবং ইংলিস ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।


কলকাতার পক্ষে বৈভব অরোরা ২টি, বরুণ ও রাসেল ১টি করে উইকেট শিকার করেন।


এরপর কলকাতা ব্যাট করতে নেমে মাত্র এক ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন মিলে ৭ রান তোলেন। এরপর বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়াতে পারেনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন