ভারতের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের সময় ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে টানা বৃষ্টি হলে ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি।
ব্রিসবেনে শনিবার (৮ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। পেসার বেন ডোয়ারশিসের প্রথম ওভারে দুই চারে ১১ রান এনেছেন তারা দুজন। জাভিয়ের বার্টলেটের করা দ্বিতীয় ওভারে অবশ্য ৮ রানের বেশি নিতে পারেননি। তৃতীয় ওভারে ডোয়ারশিসের বিপক্ষে ঝড় তোলার চেষ্টা করেন গিল। সেই ওভারে চারটি বাউন্ডারি মেরেছেন ডানহাতি এই ব্যাটার।
আরও পড়ুন: আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেবেন সাকিব
এদিকে দু’বার জীবন পাওয়ার দিনে পূর্ণ সদস্য দেশের ব্যাটার হিসেবে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছেন অভিষেক। ১ হাজার রান করতে তিনি বল খেলেছেন ৫২৮টি।
দুইয়ে থাকা সূর্যকুমার ১ হাজার রান করেছিলেন ৫৭৩ বলে। এ ছাড়া ফিল সল্ট ৫৯৯ বল, ম্যাক্সওয়েল ৬০৫ বল এবং ফিন অ্যালেন ও আন্দ্রে রাসেল ১ হাজার রান করেছিলেন ৬০৯ বলে।
সবচেয়ে কম ইনিংসে হাজার রান করার তালিকায় অভিষেক অবশ্য দুইয়ে আছেন। ২৮ ইনিংসে এমন কীর্তি গড়েছিলেন তিনি। সবার উপরে থাকা বিরাট কোহলির লেগেছিল ২৭ ইনিংস। এ ছাড়া লোকেশ রাহুল ২৯, সূর্যকুমার ৩১ এবং রোহিত শর্মা ৪০ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
আরও পড়ুন: একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের ইতিহাস
পঞ্চম ওভারের শেষ বলের আগে ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলে ভারত। ওই সময় অভিষেক ১৩ বলে ২৩ এবং গিল অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে। পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সিরিজসেরা হয়েছেন অভিষেক।
২০২২ সালের পর থেকে চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারল অস্ট্রেলিয়ার। যার মধ্যে ভারতের বিপক্ষেই হেরেছে তিনটি। ২০২২ সালে ঘরের মাঠে হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষেও।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·