ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বৃষ্টির দিনে মোবাইল ভিজে গেলে না বুঝে না জেনে আমরা এমন কিছু ভুল করি, যে ভুলে আমাদের প্রাণনাশ হতে পারে।
আসুন এক নজরে ভুলগুলো জেনে নিই-
১) পানিতে ভেজা ফোন কখনও চার্জিংয়ের পয়েন্ট কিংবা হেডফোনের সঙ্গে সংযুক্ত করবেন না। এতে তড়িদাহত হওয়ার ভয় থাকে।
২) ভেজা ফোনটি দ্রুত শুকানোর জন্য ফু দেবেন না, অপুয়োজনীয়ভাবে নাড়াবেন না কিংবা ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। ফোনে ফুঁ দিলে পানি আরও বেশি করে ফোনের ভিতরে ঢুঁকে যায়। আর হেয়ার ড্রায়ার ব্যবহারে ফোনের ভেতরের থাকা ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার শঙ্কা থাকে।
৩) ভেজা ফোন রোদে রাখবেন না। এতে ফোন দ্রুত শুকিয়ে গেলেও স্থায়ীত্ব কমে যায়। সেই সঙ্গে ব্যাটারিও দুর্বল হতে শুরু করে।
আরও পড়ুন: মেঘলা দিনে বিকেলের নাশতায় সেরা ৫ খাবার
তা হলে কী করবেন?
১) পানিতে মোবাইল ভেজার সঙ্গে সঙ্গে ফোনটি সুইচ্ড অফ করে দিন।
আরও পড়ুন: এক উপায়েই দূর হবে দাঁতের কালো দাগ
২) ফোনের পানি দ্রুত সরাতে তোয়ালে দিয়ে ফোনটি ভালো করে মুছে নিতে পারেন।
৩) মোবাইল ফোন পানিতে ভিজে গেলে প্রথমে দ্রুত ফোনের ব্যাটরি, সিম ট্রে ও মেমরি কার্ড খুলে ফেলুন। এরপর ফ্যানের বাতাসে শুকাতে দিন।
]]>