বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

২ সপ্তাহ আগে
প্রকৃতিতে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলছে। তবে বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও বয়ে চলছে। এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার (১৯ মার্চ) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এ অবস্থায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এ সময় রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

 

আবহাওয়ার আরও খবর

 

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

 

এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

]]>
সম্পূর্ণ পড়ুন