পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরিবর্তে বিশেষ দিনটি নায়িকা উদ্যাপন করেছেন বৃদ্ধাশ্রমে। প্রবীণ বাবা-মায়েদের স্নেহের ছায়ায় দিনটি কাটিয়ে তাদের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, প্রবীণ বাবা-মায়েদের সাথে কথা বলছেন, জন্মদিনের কেক কাটছেন, কেক-খাবার খাইয়ে দিচ্ছেন, তাদের হাতে শীতবস্ত্র, উপহার তুলে দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন,
জন্মদিনের মতো এতো স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকুল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এই সময়টি ঠিক তেমনই। এই বাবা মায়েদেরদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো।
নায়িকার মানবিক এ আচরণ পছন্দ করেছেন নেটিজেনরা। নিজের মতামত জানিয়ে এক ভক্ত লেখেন, ‘যেখানে জন্মদিনে পরীমণি বিশাল আয়োজন করে নাচানাচি করে সেই খানে বুবলীর এমন ভিন্নভাবে আয়োজন সত্যিই অসাধারণ।’
আরেক জন লেখেন, ‘বুবলী বুবলীই। তার কোনো তুলনা হয় না। শুভ জন্মদিন। সুন্দর হোক আগামী দিনের পথ চলা।’
আরও পড়ুন: ‘সোলজার’র ফার্স্ট লুক প্রকাশ করলেন তানজিন তিশা
ঢালিউডে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন শবনম বুবলী। সৌন্দর্য্য আর অভিনয় গুণ দিয়ে ধরে রেখেছেন নিজের শক্ত অবস্থান।
আরও পড়ুন: আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান
বর্তমানে ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ বেশকিছু সিনেমা।
]]>

৩ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·