বুড়ো হারের ভেল্কিতে উড়ছে ফ্লুমিনেন্স

৪ সপ্তাহ আগে
ক্লাব বিশ্বকাপে তারকায় ঠাঁসা বিগ বাজেটের ইউরোপীয় দলগুলোর ভিড়েই ভিন্ন এক গল্প লিখে চলেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। নামে-ভারে বড় তারকা তেমন নেই। কাড়ি কাড়ি টাকা খরচ করে দল তৈরি না করলেও মাঠের খেলায় যে কাউকে টেক্কা দেয়ার ক্ষমতা যে তাদের আছে–তা এরই মধ্যে দেখিয়ে দিয়েছে তারা। ব্রাজিলের চার ক্লাব–বোতাফাগো, ফ্লামেঙ্গো, পালমেইরাস ও ফ্লুমিনেন্স জায়গা করে নিয়েছিল নকআউট পর্বে। একে একে বাকি তিন ক্লাব নকআউট পর্বে বিদায় নিলেও ফ্লুমিনেন্স পৌঁছে গেছে সেমিফাইনালে।

ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্স ম্যাজিক চলছেই। কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে তারকায় ঠাঁসা সৌদি ক্লাব আল হিলালকে। সেমিফাইনালে জায়গা করে নেয়া একমাত্র অইউরোপীয় ক্লাব ফ্লুমিনেন্স। ব্রাজিলের এই ক্লাব ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের আরেক জায়ান্ট চেলসির।


গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্রইয়ের পর শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় ফ্লুমিনেন্স। আর কোয়ার্টার ফাইনালে তাদের শিকার আল হিলাল। পুরো টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ক্লাবটি হজম করেছে মাত্র ৩ গোল। পরিসংখ্যানই বলছে রক্ষণদূর্গ কতটা জমাট ফ্লুমিনেন্সের।


ফ্লুমিনেন্সের এমন জমাট রক্ষণের কৃতিত্ব অনেকটাই এক ৪০ বছর বয়সীর। ইউরোপের পাট চুকিয়ে গত বছর ব্রাজিলের ক্লাবটিতে যোগ থিয়াগো সিলভা। ইউরোপে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জেতা এই সেন্টার ব্যাক ক্যারিয়ার সায়াহ্নে স্বদেশি ক্লাবে ফিরে পারফরম্যান্সে পাল্লা দিচ্ছেন সময়ের সেরাদের সঙ্গে। চলমান ক্লাব বিশ্বকাপে সিলভার পারফরম্যান্স দেখার পর ব্রাজিল জাতীয় দলে তাকে ফেরানোর দাবি তোলাও শুরু করেছেন অনেকেই।


আরও পড়ুন: ৮৬৬ কোটি টাকায় স্প্যানিশ মিডফিল্ডার কিনল আর্সেনাল


সেন্টারব্যাক হিসেবে নিখুঁত পারফরম্যান্স তো আছেই, সিলভার নেতৃত্বগুণও ফ্লুমিনেন্সের সাফল্যে বড় অবদান রাখছে। এমনকি দলের ফর্মেশন বদলের ক্ষেত্রে কোচ রেনাতো গাউচোকে পরামর্শ দিয়ে থাকেন তিনি।


 

৪৪ বছর বয়সেও ফ্লুমিনেন্সের গোলপোস্টের নিচে আস্থার আরেক নাম ফাবিও। ছবি: সংগৃহীত


তবে ৪০ বছর ৯ মাস বয়সী সিলভা এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়ঃজেষ্ঠ খেলোয়াড় নন। এই রেকর্ড তারই দলের গোলরক্ষক ফাবিও'র। ৪৪ বছর ৯ মাস বয়সে ক্লাব বিশ্বকাপে খেলছেন এই গোলরক্ষক। সিলভার মতো তিনিও পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।


আরও পড়ুন: ফের বাবা হলেন নেইমার


দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাজিলের এই গোলরক্ষক। ১৯৯৭ সালে ক্যারিয়ার শুরু করা ফাবিও এখন পর্যন্ত খেলেছেন ১৩৭৭ ম্যাচের বেশি। আর মাত্র ১০টি ম্যাচ খেললেই প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত ১৩৮৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত রেকর্ডটি দখলে রেখেছেন  ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটন।


ফ্লুমিনেন্সের সামনে এখন ফাইনালের হাতছানি। বুড়ো হারের ভেল্কি চেলসি বাধা ডিঙানোর জন্য পর্যাপ্ত হবে কি-না তা জানা যাবে মাঠের লড়াইয়েই। তবে নিজের সাবেক দলের হাড়ির অনেক খবর যে সিলভার জানা আছে সে ব্যাপারে সন্দেহ নেই। মাঠের লড়াইয়ে যা ব্রাজিলের ক্লাবটির মূল্যবান অস্ত্র হয়ে উঠতে পারে। 

]]>
সম্পূর্ণ পড়ুন