শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তারা।
দাবি আদায়ে সন্ধ্যায় মশাল মিছিলেরও ডাক দিয়েছে বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ।
আরও পড়ুন: লালমনিরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, ২ পুলিশ প্রত্যাহার
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: লালমনিরহাটে নির্মাণ হলো দেশের প্রথম ‘টার্ন টেবিল’
প্রসঙ্গত, বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার চার উপজেলার মানুষ সরাসরি ট্রেনে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
]]>