বুলডোজারের নিচে বিপুল যৌন উত্তেজক সিরাপ, জরিমানা

৩ সপ্তাহ আগে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনি চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা ছাতনি বাজার এলাকায় আব্দুল মোতালেবের দোকানে এ অভিযান চালানো হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশল আব্দুল মোতালেব তার দোকানে বিভিন্ন ধরনের যৌন উত্তেজনা সিরাপ বিক্রি করে আসছে এমন সাংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে একটি রুম থেকে এক হাজার ৭০০  পিস বিভিন্ন ব্র্যান্ডের সিরাপ জব্দ করে বুলডোজার দিয়ে জনসম্মুখে এসব ধ্বংস করা হয়েছে।

 

আরও পড়ুন: দিনাজপুরে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন

 

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন