বুমরাহকে নিয়ে বিসিসিআইকে কড়া বার্তা শাস্ত্রীর

২ সপ্তাহ আগে
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি ভারতের। এর মধ্যে দ্বিতীয় টেস্টে প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে সেটা বড় ভুল-ই হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন সাবেক কোচ রবি শাস্ত্রী।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দুই ম্যাচে বিশ্রামে থাকার ইঙ্গিত দিয়েছেন  বুমরাহ। রবি শাস্ত্রী অনুমান করছেন, যেহেতু বুমরাহ লর্ডসে খেলতে আগ্রহী, সেক্ষেত্রে পরবর্তী ম্যাচ অর্থাৎ এজবাস্টনে তিনি বিশ্রামে যেতে পারেন। প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত।

 

সাবেক ভারতীয় কোচের  শঙ্কা, দ্বিতীয় ম্যাচে এ পেসার না থাকলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়তে পারে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। তাই বুমরাহ ও টিম ম্যানেজমেন্টকে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।

 

স্কাই স্পোর্টস ক্রিকেটে রবি শাস্ত্রী বলেন, ‘বুমরাহ বলেছে, সে তিনটা টেস্ট খেলবে। এখন সে কোন তিনটে ম্যাচ খেলবে, সেটা বড় প্রশ্ন। আমার মনে হয়, যদি ও বিশ্রাম নেয়, তবে সেটা হবে পরের ম্যাচে, কারণ লর্ডসে তো খেলতে চাইবেই, তাই না? এরপর একটা ব্রেক আছে, তারপর লর্ডস, আবার একটা বিরতি, তারপর ম্যাঞ্চেস্টার বা অন্য ভেন্যুর মধ্যে একটা বেছে নিতে হবে। তখনই হয়তো আমরা ২-০ পিছিয়ে যাব। এটাই সমস্যা। আমার মনে হয় ওকে খেলতেই হবে।’

 

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের জন্য চমকে ঠাঁসা দল ঘোষণা দ. আফ্রিকার

 

রবি শাস্ত্রী জানান, দ্বিতীয় টেস্টেই ভারতকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ এর আগে নিউজিল্যান্ড  ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজ হেরেছে ভারত। এবার ইংল্যান্ডের বিপক্ষে হার আরও বড় বিপদ ডেকে আনতে পারে।

 

রবি শাস্ত্রী বলেন, ‘এটা খুবই কঠিন হবে হজম করা। আমি আগেই বলছিলাম, নিউজিল্যান্ডের কাছে ৩-০ হার, অস্ট্রেলিয়াতেও সিরিজ হার। এখন এই সিরিজটাও খুব কঠিন। প্রথম টেস্টেই ইংল্যান্ডের পেস আক্রমণে এত সমস্যা থাকার পরেও, আমাদের জেতার সুযোগ ছিল। সেটা নষ্ট হয়ে গেছে। এখন শুধুই ঘুরে দাঁড়ানোর লড়াই।’

 

আরও পড়ুন: সাড়ে ৬ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে স্মিথ-লাবুশেনদের কেউই নেই

 

রবি শাস্ত্রী আরও বলেন, ‘পরের টেস্টেই মরিয়া হয়ে পাল্টা আঘাত করতে হবে। যদি সেটা না হয়, তাহলে চিত্রটা খুব খারাপ হতে চলেছে। এখনই ভারতের চরিত্রের পরীক্ষা। কাউন্টার পাঞ্চটা একদম এখনই দরকার। আর সেটা করতে না পারলে সিরিজ হাতছাড়া হতে পারে।’

 

সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ২ জুলাই মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন