১১৪ বছরের রেকর্ড ভেঙে প্রথম উইম্বলডন জিতলেন শিয়াওতেক

৭ ঘন্টা আগে
উম্বলডন নারী এককের ফাইনাল একদম-ই জমল না। ম্যাচ শেষ হয়ে গেল মাত্র ৫৭ মিনিটে। পাত্তাই পাননি ২৩ বছর বয়সী মার্কিন টেনিস তারকা অ্যামান্ডা অ্যানিসিমোভা। তাকে শুধু সরাসরি সেটে-ই হারাননি, একেবারে বিধ্বস্ত করে জিতেছেন ২৪ বছর বয়সী পোলিশ টেনিস তারকা ইগা শিয়াওতেক।

সেন্টার কোর্টে শনিবার (১২ জুলাই) রাতে নারী এককের ফাইনালে ৬-০, ৬-০ গেমে জিতেছেন শিয়াওতেক। ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম হলেও এটি তার প্রথম উইম্বলডন জয়। তাতে তিনি গড়লেন পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের অনন্য কীর্তিও।

 

এদিকে অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ১১৪ বছর আগের রেকর্ড ভেঙেছেন শিয়াওতেক। উইম্বলডন নারী এককের ফাইনালে এমন ব্যবধানে জয়ের নজির দেখা গিয়েছিল সবশেষ ১৯১১ সালে। সেবার ব্রিটিশ টেনিস তারকা ডোরোথিয়া ল্যামবার্ট চ্যামবার্স হারিয়েছিলেন আরেক ব্রিটিশ ডোরা বুথবিকে।

 

আরও পড়ুন: ২০১৭’র পর প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে নেই জকোভিচ

 

আর গ্র্যান্ড স্লামের রেকর্ডে তাকালে এটি অবশ্য খুব বেশি বছর আগের রেকর্ড নয়। ১৯৮৮ সালের ফরাসি ওপেনের ফাইনালে বেলারুশের নাতাশা জেভেরেভাকে এভাবেই হারিয়েছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জার্মান গ্রেট স্টেফি গ্রাফ। সেদিন তিনি জিতেছিলেন মাত্র ৩৪ মিনিটে।

 

রেকর্ডবুক তোলপাড় করে দিলেও ফাইনাল জিতে বিনয়ী-ই ছিলেন শিয়াওতেক। প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘প্রথমত, চমৎকার এই দুই সপ্তাহ সে যেভাবে খেলেছে, এর জন্য আমি অ্যামান্ডাকে অভিনন্দন জানাতে চাই। তুমি যেভাবে কাজ করছো, তাতে তোমার গর্বিত হওয়া উচিত এবং আমি আশা করি, আমরা আরও অনেক ফাইনাল খেলব।’

 

আরও পড়ুন: তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনে অনন্য কীর্তি জোকোভিচের


এ নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে ছয়বারই শিরোপা ভাগিয়ে নিয়েছেন শিয়াওতেক। চারবার ফরাসি ওপেন ও একবার ইউএস ওপেন জেতা এ পোলিশ তারকা উইম্বলডন জেতার পর বলেন, ‘খুবই পরাবাস্তব অনুভূতি হচ্ছে। এমনকি আমি এর স্বপ্নও দেখিনি, আমার কাছে এটা বাস্তবতার থেকে অনেক দূরের কিছু। আগের গ্র্যান্ড স্লামগুলো জিতে আমার নিজেকে একজন অভিজ্ঞ খেলোয়াড় বলেই মনে হতো, কিন্তু তারপরও এমন (এভাবে জয়ের) কিছুর প্রত্যাশা কখনও করিনি।’

]]>
সম্পূর্ণ পড়ুন