সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন জসপ্রীত বুমরাহ। তবে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করেও কোনো উইকেট নিতে পারেননি। শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হারতে হয় ৫ উইকেটে। আর দ্বিতীয় ম্যাচে বুমরাহ ছিলেন বিশ্রামে।
প্রশ্ন জাগতে পারে, ভারতের জয়-পরাজয়ের সঙ্গে বুমরাহ’র সম্পর্ক কী? ইংল্যান্ডের সংবাদমাধ্যম স্কাইস্পোর্টস এ বিষয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, বুমরাহ না থাকলেই বেশি ম্যাচ জেতে ভারত।
আরও পড়ুন: চার বছর পর ইংল্যান্ডের একাদশে আর্চার
২০১৮ সালের ৫ জানুয়ারি কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয় বুমরাহ’র। তারপর অবশ্য ভারতের হয়ে অবশ্য তিন টেস্টে অধিনায়কত্বও করেছিলেন তিনি। তিন ম্যাচের দুটিতেই হেরেছে তার দল। জয় পেয়েছিলো মাত্র একটিতে।
অভিষেকের পর এখন পর্যন্ত ভারতের জার্সিতে ৪৬টি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। স্কাইস্পোর্টস-এর পরিসংখ্যান বলছে, এই ৪৬ ম্যাচের মধ্যে ২২টিতেই হেরেছে ভারত, জিতেছে ২০টি। জয়ের হার মাত্র ৪৩ শতাংশ।
অন্যদিকে বুমরাহ’র অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে ছাড়া ২৭টি টেস্ট খেলেছে ভারত। বুমরাহকে ছাড়া এই ২৭ ম্যাচের ১৯টিতেই জয় পেয়েছে তারা, আর হেরেছে মাত্র ৫ ম্যাচ, ড্র হয়েছে ৩টি। জয়ের হার ৭০ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী, বুমরাহকে ছাড়াই বেশি টেস্ট জিতেছে ভারত।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ
অভিষেকের পর বুমরাহ এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ১৫ ম্যাচে ২৮ ইনিংস খেলে উইকেট শিকার করেছেন ৬৫টি। এর মধ্যে রয়েছে ৪টি ফাইফার। এরপর ১২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে ২৩ ইনিংসে বুমরাহ ঝুলিতে পুরেছেন ৬৪ উইকেট।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৮ টেস্ট। মোট ২৬৫.৩ ওভারের মধ্যে মেডেন ওভার করেছেন ৪৮, উইকেট শিকার করেছেন ৩৮টি। এর মধ্যে ফাইফার আছে ৩টি। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ২টি করে টেস্ট।
বুমরাহ তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন উইন্ডিজের বিপক্ষে, আর সেটিই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
]]>