এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছে বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা।
পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী সোরাপ আলী জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার আড়াই বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। জমি দিতে রাজি না হলে বুকে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় তারা। পরে জোর করে জমি দখল করে নেয়। এদিকে জোর করে জমি দখল করে নেয়ার শোকে তার একটি সন্তান হার্ট অ্যাটাক করে মারা যায়।
শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে- একইভাবে ওই এলাকার প্রায় ৬০ বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ে মুখ খুলতে পারেননি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা।
আরও পড়ুন: ফরিদপুরে ১৪৪ ভেঙে বিধবার জমি দখলে নিল প্রভাবশালী!
ওই এলাকার ভুক্তভোগীদের দাবি, আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের লোকজন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে অস্ত্রের মুখে জিম্মি করে জমি দখল করে নিতেন। কেউ বাধা দিতে গেলে হামলা ও মামলা দিয়ে করতো হয়রানি। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। সব মিলিয়ে ওই এলাকার প্রায় ৬০ বিঘা জমি দখলে নিয়েছেন তারা। এ সকল জমি ফেরত পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
তবে, সব অভিযোগ অস্বীকার করেছে দোলনের স্ত্রী সুলতানা রাজিয়া রিনি। তিনি বলেন, তার পরিবারের লোকজন কোনো জমি দখল করেনি। একটি মহল আমাদেরকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এমন প্রচার প্রচারণা চালাচ্ছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন। তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সে এজাহারভুক্ত হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসন সর্বত্র চেষ্টা করছে। আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে।