এটি নির্মাতার তৃতীয় বিয়ে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন মুশফিকা। ব্রুকলিক কলেজ থেকে সম্পন্ন করেছেন ফিল্ম প্রোডাকশন।
দুইজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে মজাচ্ছলে নির্মাতা জানিয়েছেন,
কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা। কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাবো। আহারে জীবন।
তার সেই পোস্টে শোবিজ অঙ্গনের অনেকেই জানিয়েছেন শুভকামনা।
এদিকে অমিতাভ রেজা প্রসঙ্গে মুশফিকা সংবাদমাধ্যমকে জানান,
অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। আমরা একই ভাষায় কথা বলি। তার ভালোবাসাই আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
আরও পড়ুন: আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান
বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা। সামাজিক মাধ্যমে প্রায়ই ভেসে ভেড়ায় দুজনের সুন্দর কিছু মুহুর্ত। চলতি বছরের ৭ মে সম্পর্কের জানান দেন তারা। এবার দুজনের পরিণয়ের পালা।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে জিডি
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·