বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে রাব্বিকে ডেকে নিয়ে হত্যা করেন ৩ বন্ধু

৩ সপ্তাহ আগে
দিনাজপুরে অটোচালক ফজলে রাব্বী হত্যার জট খুলেছে পুলিশ। বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে রাব্বীকে ডেকে যান তিন বন্ধু। এরপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মাথা থেতলে এবং চোখ উপড়ে ফেলে হত্যা করে অটোবাইক নিয়ে পালিয়ে যান তারা।

এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তিন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। আলামত ও গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী ওই তিন বন্ধু হত্যার সঙ্গে জড়িত বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হালিম।


নিহত ফজলে রাব্বী বিরল উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়  দিনাজপুরের চিরিরবন্দরে অটোচালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে চিরিরবন্দর উপজেলা বিন্যাকুড়ির একটি বাগান থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


আরও পড়ুন: গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয়ের টাকার জন্য ভ্যানচালক বন্ধুকে খুন!


স্বজনরা জানান, রাব্বী গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফেরেননি রাব্বী। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। রোববার বিকেলে চিরিরবন্দরের বিন্নাকুড়ীতে একটি বাগানে বিকৃত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, রোববার সারারাত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ,মোফাজ্জল বাবু ও মমিনুল অটোচালক রাব্বীর বন্ধু।


জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন বন্ধু জানান, বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে অটোচালক রাব্বীকে নিয়ে যান তিন বন্ধু মাসুদ, মোফাজ্জল বাবু ও মমিনুল। এরপর তাকে হত্যা করে বাগানে ফেলে রাখেন তারা।


আরও পড়ুন: মাথায় পাথরের আঘাতে বন্ধুকে হত্যা করে খালে ভাসিয়ে দেন তারা!


অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মো. আব্দুল হালিম জানান, অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তিন বন্ধু রাব্বীকে হত্যা করে।


গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মূল উদ্দেশ্য ছিল অটোবাইক ছিনতাই। রাব্বীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মাথা থেতলে দেয়া এবং চোখ উপড়ে ফেলা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।


এ ঘটনায় নিহত রাব্বীর চাচা আনোয়ারুল চিরিরবন্দর থানায় আজ একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন