মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বসে দেয়া এক সাক্ষাৎকারে জীবনে আগামী ৫ বছরের পরিকল্পনার কথা জানান অনন্যা।
অনন্যা বলেন, ‘এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেয়ার পরিকল্পনাও রয়েছে।’
অনন্যার এমন মন্তব্যই নেটিজেনদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা। অনেকেই ভাবছেন, প্রেমের সম্পর্কে থাকা ওয়াকার ব্ল্যাঙ্কোকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অনন্যা।
অনন্যার আগে ওয়াকারও অনন্যার সঙ্গে তার প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের কাঁধে অনন্যার মাথা এলিয়ে রাখা একটি ছবি শেয়ার করে ওয়াকার লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!’
আরও পড়ুন: দাবানলের অভিজ্ঞতা শেয়ার করলেন নোরা ফাতেহি!
শিকাগোর প্রাক্তন মডেল ওয়াকার ওয়েস্টমিনস্টার ক্রিস্চান স্কুলে পড়াশোনা করেছেন। পশুপ্রেমী হওয়ায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির গুজরাতের জামনগরের পশু আশ্রয়স্থল বনতারায় কাজ করছেন।
আরও পড়ুন: আসছে ফারহান-শিবানীর প্রথম সন্তান, কী বললেন সৎ মা শাবানা আজমী?
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানেই পরিচয় হয় অনন্যা- ওয়াকারের। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াকারকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিতেন বলি অভিনেত্রী অনন্যা। একইভাবে নিজেদের প্রেমের সম্পর্কের কথা অকপটে স্বীকার করতে দেখা গেছে ওয়াকারকেও।
]]>